এ লেটার টু জুলয়েট'স সেক্রেটারি
উদয় শংকর দুর্জয়
ভেরোনা শহরের সেই ছাল ওঠা দালানের শরীরে অনেকের মতো তুমিও একবার চিঠি গেঁথে দিয়ে এলে। কোন কলতান তোমার মন-বাউলের দেশে উড়িয়েছিলো প্রেমের সাদা পাল, কখনও জানতে দাওনি। কখনও জানতে দাওনি, কখন পূব-শ্রাবণের বাদল এসে শুনিয়ে গেছিলো ভালো লাগার টুকরানুভূতি। আর তাই অবশেষে জুলিয়েটের
শরনাপন্ন। তুমি জানতে যে, জুলিয়েট তোমার বুকের বিষন্ন হ্রদে আটকে থাকা মেঘপুঞ্জের খবর পড়ে আপ্লুত হবেন আর তোমাকে উত্তর লিখবেন। তোমার মনের খবর আমি রাখিনি কখনও তবে বহু বছর পর এই ভেরোনা শহরে, এই বাকল খোলা দেয়ালের দিকে তাকিয়ে দেখলাম, তোমার জ্বলজ্বল করা দুটি চোখ আটকে
পড়ে আছে ইটের ফাঁকে। সেই চেনা চোখ দুটো তুলে নিয়ে ভনভন করে হাটা শুরু করলাম অন্য রাস্তার দিকে। কিন্তু চিঠির উত্তর! উল্টো রথে তখন দারুণ হাওয়া; ক্যাপোলো বাড়ির ব্যালকনিতে জুলিয়েটের সেক্রেটারি তোমার চিঠির প্রতিত্তোর নিয়ে দাঁড়িয়ে আছেন। আমি অবাক দৃষ্টিতে তার হাত থেকে
গলে পড়া কালো জ্যোস্না দেখছি আর তোমার চিঠির সেই শব্দলয়ের গা ঘেঁষে থাকা আর্তনাদকে ধারণ করছি। টের পেলাম, এডিগে নদীর শান্ত জলাশয়ের দিকে তাকিয়ে শুধু আমার নয় তোমারও প্রতিচ্ছবি ভেসে আছে।
❤
উত্তরমুছুন