অজানার ভিড়ে
তন্ময় হালদার
রাস্তায় দাঁড়িয়ে থাকা ওই দূরে গাছের নিচে,
আমার শৈশবের স্মৃতিগুলো ঘুমিয়ে আছে |
ডাকলেম তারে,
সাড়া দিল না;
কেবল গাছের পাতাগুলি হা ও য়া য় দুলে ওঠে
যেন আমাকে বলতে চায় অসময়ে ডেকে---
আমাকে বিরক্ত কোরো না|
হতাশা বুকের মধ্যে আরো চেপে বসে---
ন্যায় অন্যায়ের প্রবনতা, আমার ভিতরকার
ভালো মানুষটাকে অস্বচ্ছ আয়নার সামনে
দাঁড় করিয়ে দিল |
চোখের খিদে মেটাতে গিয়ে
কত পাপ, কত অপরাধ করেছি---
হিসেব করলেও মেলেনি কখনো,
আমার ভিতরকার ভালো মানুষটার বিবেক
আমাকে ভালো পথের সন্ধান দিলেও
তা সাময়িক মনকে সান্ত্বনা ছাড়া কিছুই নয়,
আবেগ যে কী তার অর্থ---
আজও অজানা রয়ে গেল ||
"ডাকলেম" শশব্দার্থটি তো বহু পুরনো আমলের।ভেবে দেখার অনুরোধ রইলো
উত্তরমুছুন