ঘুম
সমাজ বসু
চলো হারিয়ে যাওয়া রাস্তায় একবার ঘুরে আসি--
ঘাড়ের ওপর লাফিয়ে পড়া অটো কিংবা বাইকের মোড়ে
সারি সারি নিয়ন-দোকানের শোরুম ছুঁয়ে দেখি--
ব্যাস্ত চলাচলের কলার তোলা মনোভাব।
অনেকদিন হল,
চৌকো রুমাল থেকে হারিয়ে গেছে ঘামের গন্ধ--
কিংবা--
ছাতা ফেলে যাওয়া বৃষ্টির সখ্যতা।
চলো,শূন্যতার পাশ কাটিয়ে বেড়িয়ে পড়ি
কারো জন্মদিনের ডাকে,
কফি মগ,বার্থডে কেক,নিদেন একটা ব্যুকে ফিরে আসুক
আমাদের দিনযাপনে।
আর ভাল লাগে না,এই রূপোকাঠি ছোঁয়া ঘুম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন