জোৎস্নার ঘ্রাণ
সৌভিক দাস
আকাশে জোৎস্নার ঘ্রানের হাত ধরে রুদ্ধশ্বাসে বয়ে চলছে স্নিগ্ধতা,
মেঘের ধূসর চুল শুয়ে আছে চাঁদের পিঠে উবুর হয়ে
নিকটে স্বচ্ছ বাতাস কাঁচের মতন ধরা দিয়ে ফেলে মেঘবালিকার ছদ্মনামে।
এদিকে রাতের সঙ্গে সঙ্গে মনের দ্বন্দ্বে অমলীন সম্পর্ক গড়ছে
সময়ের আগন্তুক খাতায় প্রতিটা ভাঁজে লিখে যাচ্ছে তার নাম,
যেন শেষ স্মৃতির উন্মোচনে মুহূর্ত ভরা পূর্ণিমার গান।
নিজের প্রতিকৃতিহীন নিজস্ব আমি
নিজেকেই ভুলে যাচ্ছি মাঝে মাঝে
আদর ও আবদারের ভালোবাসার রূপের রং,
এমনি জোৎস্নার গন্ধ ভরা রাতে বয়ে চলে
বিভিন্ন স্বপ্নের কাটাকুটি খেলার মেলবন্ধন ।
প্রত্যেকটি জোৎস্নায় বসন্তের ঘর সাজায়
শীতল প্লাবনে শিউলির সাথে আলিঙ্গনে আটকে যায়,
নতুন রূপে চাঁদ ,আকাশের হাতছানিতে আরো গল্প বানায়।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন